আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
দারুস সালাম সালাফিয়্যাহ মাদরাসা সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। দরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা) এর প্রতি এবং তার সাহাবী তাবেয়ী ও কেয়ামত পর্যন্ত তার সকল অনুসারীদের প্রতি। অতঃপর: সুপ্রিয় ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
দারুস সালাম সালাফিয়্যাহ মাদরাসা কোরআন ও সহীহ হাদিস ভিত্তিক পরিচালিত বিশুদ্ধ আক্বীদা ও আমলের একটি শিক্ষা প্রতিষ্ঠান। যার নামের সাথে জড়িত রয়েছে সালাফিয়্যাহ। অর্থাৎ সেই স্বর্ণযুগের মানুষগুলোর ইতিহাস সংক্ষেপে যদি বলি সালাফিয়্যাহ বলতে বুঝায়- রাসূল সাঃ এর সাহাবীগণ এবং তাবেয়ী ও তাবে তাবেয়ীগনকে। রাসূল (সা) বলেন সর্বোত্তম যুগ আমার যুগ তারপর আমার সাহাবাদের যুগ তারপর তাবেঈদের যুগ এই তিন যুগকে বলা হয় (খাইরুল কুরূন) বা স্বর্ণযুগ। অর্থাৎ খোলাফায়ে রাশেদীনসহ রাসূল (সা) এর অন্যান্য সাহাবীরা ছিলেন বিশুদ্ধ আক্বীদা ও আমলের ক্ষেত্রে দীপ্ত প্রদীপ ও তারকারাজির মতো। কারণ তারা রাসূল (সা) থেকে যা শুনতেন এবং দেখতেন সাথে সাথে মেনে নিতেন এবং আমল করতেন।